1. admin@renesus.news : admin :
  2. Biddut@renesus.news : Biddut :
  3. renesus.news@gmail.com : renesus :
  4. info@renesus.news : shamaun :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন

কোহলি-ডু প্লেসি তাণ্ডবে উড়ে গেল মুম্বাই

রিপোটারের নাম :
  • প্রকাশের সময় : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ২৩৮ বার পড়া হয়েছে
ছবি : সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর (আরসিবি), যাদের বলা হয় আইপিএলের চোকার দল। বড় বড় সব তারকা নিয়েও শিরোপার নিকট দূরত্ব থেকে তাদের ফেরার নজির রয়েছে। অন্যদিকে, মুম্বাই ইন্ডিয়ান্স দল হিসেবে বেশ সফল। তবে আসরের শুরুটা তাদের ভালো না যাওয়ার হারই বেশি। এই ম্যাচেও তাই হয়েছে। কোহলি-প্লেসির দাপুটে ব্যাটিংয়ে বড় ব্যবধানে হেরেছে মুম্বাই।

রবিবার দিনের দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে মুম্বাইকে আতিথ্য দেয় বেঙ্গালুরু। নিজেদের মাঠ বলেই কিনা ডু প্লেসিরা শুরু থেকেই মুম্বাইয়ের ওপর চাপ তৈরি করে। তবে শুরুটা ধীরগতির হলেও শেষপর্যন্ত ১৭২ রানের লড়াকু পুঁজি সংগ্রহ করে রোহিত শর্মারা।

তবে সেই টার্গেট মামুলি প্রমাণ করেছে আরসিবি। ২২ বল হাতে রেখেই তারা ৮ উইকেটে জয় তুলে নিয়েছে। এর আগে, টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডু প্লেসি। সফরকারী মুম্বাইয়ের হয়ে টস দিতে নামেন রোহিত শর্মা।

আইপিএলের পর্দার ওঠার আগের দিন গত ৩০ মার্চ আনুষ্ঠানিক ফটোসেশনে আসেন সব দলের অধিনায়করা। কিন্তু সেখানে রোহিত উপস্থিত ছিলেন না। ফলে তিনি চোট পেয়েছেন বলে গুঞ্জন ওঠে। একইসঙ্গে বলা হয় তাকে অধিনায়কত্ব থেকে হয়তো সরিয়ে দেওয়া হয়েছে। তবে সেসব আলাপ ছাপিয়ে এই ম্যাচে নেতৃত্ব দিতে নামেন জাতীয় দলের এই অধিনায়ক।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায়: সিসা হোস্ট