স্টাফ রিপোর্টার: রাজশাহীতে টানা দাবদাহে সাধারণ মানুষের মধ্যে হাঁসফাঁস অবস্থা দেখা দিয়েছে। আর এর প্রভাব পড়েছে কৃষিতেও। এরই মধ্যে গাছে ঝোলা আম ও লিচুর গুটি খসে পড়ার উপক্রম হয়েছে। একটু শীতল পরশের জন্য ব্যকুল হয়ে উঠেছে পদ্মাপাড়ের মানুষ।
আবহাওয়া অফিস জানায়, প্রায় এক সপ্তাহ থেকে রাজশাহীর তাপমাত্রা বাড়ছেই। আর বৃষ্টিরও দেখা নেই। এ অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গত কয়েক দিন থেকে থার্মোমিটারে সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। সর্বশেষ রবিবার রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। একদিন আগে শনিবার তাপমাত্রা ছিলো ৩৮ ডিগ্রিতে।
এদিকে, তাপপ্রবাহ অব্যাহত থাকলে রাজশাহীতে আম ও লিচুর গুটি ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এ সময় বৃষ্টি না হলে অতিরিক্ত তাপপ্রবাহে আমের গুটি ঝরে পড়ার আশঙ্কা করা হচ্ছে। তাই আম চাষিসহ রাজশাহীর সব মানুষই এখন বৃষ্টির জন্য প্রার্থনা করছেন।
কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি বছর জেলায় ১৯ হাজার ৫৭৮ হেক্টর জমিতে আম চাষ হচ্ছে। গত বছর এর পরিমাণ ছিল ১৮ হাজার ৫১৫ হেক্টর। গেলবার আম উৎপাদন হয়েছিল ২ লাখ ৬ হাজার ১৫৬ মেট্রিক টন। তবে এবছর আবহাওয়া অনুকূলে থাকলে ২ লাখ ২৫ হাজার ৯১২ মেট্রিক টন আম উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক (ডিডি) মোজদার হোসেন জানান, তারা কৃষি বিভাগ থেকে আম চাষিদের গাছ ও গুটির পরিচর্যায় পরামর্শ দিচ্ছেন।
Leave a Reply