অর্থনীতি ডেস্ক: কয়েকদিন আগে ২৪ ক্যারেটের খাওয়ার উপযোগী স্বর্ণে মোড়ানো জিলাপি বিক্রি শুরু করে রাজধানীর পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল। বিশেষ এই জিলাপির প্রতি কেজির দাম নির্ধারণ করা হয়েছিল ২০ হাজার টাকা।
এমন জিলাপি বিক্রির জন্য তাদের দেওয়া ফেসবুক পোস্টের পর ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছিল। গত ৫ এপ্রিল হোটেল ইন্টারকন্টিনেন্টাল তাদের ফেসবুক ভেরিফাইড পেজে এই জিলাপির পোস্ট করলেও ১০ এপ্রিল নতুন করে পোস্ট করে তারা লিখেছে ‘গোল্ড জিলাপি সোল্ড আউট’। অর্থাৎ স্বর্ণের প্রলেপ দেওয়া জিলাপির বিক্রি শেষ হয়ে গেছে।
জানা গেছে, জিলাপি বানানোর জন্য যে পরিমাণ উপকরণ (খাওয়ারযোগ্য স্বর্ণ) তারা এনেছিল, তা শেষ হয়ে গেছে। এ জন্য নতুন করে আর কোনো অর্ডার নিচ্ছেন না তারা।
রমজান উপলক্ষ্যে এই বিশেষ জিলাপি তৈরি করেছিল ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেল কর্তৃপক্ষ। সাধারণ গ্রাহকদের জন্য আনুষ্ঠানিকভাবে গত বুধবার থেকে এটি বিক্রি শুরু হয়েছিল।
প্রতি কেজি জিলাপিতে ২৪ ক্যারেটের খাবার উপযোগী সোনার ২০ থেকে ২২টি লিফ বা পাতলা পাত ছিল। একজন গ্রাহক ন্যূনতম ২৫০ গ্রাম জিলাপি কিনতে পারছিলেন। সে ক্ষেত্রে দাম পড়ছিল ৫ হাজার টাকা।
Leave a Reply