1. admin@renesus.news : admin :
  2. Biddut@renesus.news : Biddut :
  3. renesus.news@gmail.com : renesus :
  4. info@renesus.news : shamaun :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৬:৫৬ অপরাহ্ন

মসজিদের টাকা ভাগবাটোয়ারা নিয়ে সংঘর্ষ, নিহত ১

রিপোটারের নাম :
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ১৯৯ বার পড়া হয়েছে

দেশজুড়ে ডেস্ক: মসজিদের টাকা ভাগবাটোয়ারা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে জলিল মিয়া (৬০) নামে একজন নিহত হয়েছেন। মৌলভীবাজারের জুড়ী উপজেলায় এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে সাতজন।

শুক্রবার উপজেলার দক্ষিণ চাটেরা গ্রামে ইফতারের পর জলিল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জায়ফর নগর ইউনিয়নের চাটেরা গ্রামের দক্ষিণ চাটেরা নতুন মসজিদের টাকা ভাগবাটোয়ারা নিয়ে শুক্রবার জুমার নামাজের পর একই গ্রামের ইয়াছিন মিয়া, তারা মিয়ার সঙ্গে বাগবিতণ্ডা হয় একই এলাকার জলিল মিয়ার।

এই ঘটনার জেরে ইফতারের পর পর ইয়াছিন মিয়া ও তারা মিয়ার নেতৃত্বে সংঘটিত হয়ে জলিল মিয়ার বাড়িতে হামলা করেন।

হামলায় দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে জলিল মিয়া ঘটনাস্থলেই মারা যান এবং তার ছেলে কাদির মিয়া গুরুতর আহত হন। এ সময় সংঘর্ষে দুই পক্ষের সাত জন আহত হয়েছেন। তবে আহতদের নাম জানা যায়নি। আহত ও নিহত একই উপজেলার একই গ্রামের বাসিন্দা।

জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অসিত দেবনাথ জানান, নিহতের মাথায় গুরুতর জখম রয়েছে। হাসপাতালে সাত জন চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে তিন জনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদেরকে দ্রুত সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

জুড়ী থানার এসআই অঞ্জন কুমার দাস জানান, লাশের সুরতহাল করা হয়েছে। পুলিশ হেফাজতে ইয়াছিন মিয়া ও তার ছেলে কামরুলকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায়: সিসা হোস্ট