1. admin@renesus.news : admin :
  2. Biddut@renesus.news : Biddut :
  3. renesus.news@gmail.com : renesus :
  4. info@renesus.news : shamaun :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে তিনজনের মৃত্যু

রিপোটারের নাম :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ৬৯ বার পড়া হয়েছে
প্রতিকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ: সদর উপজেলায় পৃথক বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে । বৃহস্পতিবার (৪ মে) বিকেলে বৃষ্টির সময় উপজেলার দেবিনগর, চরবাগডাঙ্গা ও শাহজাহানপুর ইউনিয়নে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন উপজেলার দেবিনগর ইউনিয়নের হড়মা গ্রামের মোজাম্মেল হকের ছেলে ইসারুল (৪২), শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর ট্যাংড়াপাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মো. জাহাঙ্গীর (৩৫) ও চরবাগডাঙ্গা ইউনিয়নের সোনাপট্টি গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৩৫)।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রওশন আলী ও সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা, নিহতের স্বজন, জনপ্রতিনিধি ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে বৃষ্টি শুরু হলে ধান কাটা ফেলে মাঠ থেকে বাসায় ফেরার পথে বজ্রপাতে নিহত হন চরবাগডাঙ্গা ইউনিয়নের রফিকুল ইসলাম।

অন্যদিকে, পদ্মা নদীতে মাছ ধরার সময় বৃষ্টি শুরু হলে বাসায় ফেরার পথে বজ্রপাত হলে নিহত হন দেবিনগর ইউনিয়নের হড়মা এলাকার ইসারুল। তার চাচাতো ভাই শহিদুল ইসলাম বলেন, বজ্রপাতের সময় ইসারুল নৌকাতেই অবস্থান করছিল। নৌকায় ইসারুলের ছেলে, ভাই ও ভাতিজা থাকলেও তার ওপরেই বজ্রপাত হলে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।

শাহাজাহানপুর ইউনিয়নের নিহত জাহাঙ্গীরের প্রতিবেশী আব্দুল মজিদ জানান, জাহাঙ্গীরের বাড়ি নরেন্দ্রপুর নরেন্দ্রপুর ট্যাংড়াপাড়া হলেও বৃষ্টির কারণে তিনি চাঁদতারা মসজিদের পাশের একটি দোকানে আশ্রয় নেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায়: সিসা হোস্ট