বগুড়া: শহর স্বেচ্ছাসেবক লীগ নেতা নাহিদ শেখকে (২৮) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। স্থানীয় কলেজে বালু ও ইট সরবারহ নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে দাবি নিহতের পরিবারের। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শহরের মালগ্রাম বেলতলায় এ ঘটনা ঘটে।
নিহত নাহিদ শেখ বগুড়ার মালগ্রাম ডাবতলা এলাকার ঝন্টু শেখের ছেলে এবং শহর স্বেচ্ছাসেবক লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক। নাহিদের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও নাহিদের ভাতিজা সিজু মন্ডলের দাবি, শহরের ৮ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা শরিফুল ইসলাম রতনের সঙ্গে বালু ও ইট সরবারহ নিয়ে বিরোধ ছিল নাহিদের। এর জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। সিজু বলেন, মঙ্গলবার রাতে শরিফুল ইসলাম রতনের ভাই ফারুক, রবিন ও রনিসহ ১২ থেকে ১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে নাহিদকে কুপিয়ে হত্যা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আকতার বলেন, স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শহর স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন হয়েছেন।
Leave a Reply