1. admin@renesus.news : admin :
  2. Biddut@renesus.news : Biddut :
  3. renesus.news@gmail.com : renesus :
  4. info@renesus.news : shamaun :
বুধবার, ০৭ মে ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন

রাজশাহী কলেজ শিক্ষিকার হারানো ল্যাপটপ উদ্ধার

রিপোটারের নাম :
  • প্রকাশের সময় : বুধবার, ১০ মে, ২০২৩
  • ৭৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে হারানো ল্যাপটপসহ অফিসিয়াল কাগজপত্র উদ্ধার করে মালিকের নিকট হস্তান্তর করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

বুধবার (১০ মে) ভোর সাড়ে ৪টার দিকে বোয়ালিয়া মডেল থানার খরবোনা নদীর ধার এলাকা থেকে হারিয়ে যাওয়া ল্যাপটপসহ অফিসিয়াল কাগজপত্র উদ্ধার করে।

পরে সকালে থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী হোসেন মালিকের হাতে উদ্ধারকৃত ল্যাপটপসহ অফিসিয়াল কাগজপত্র তুলে দেন। সন্ধ্যায় নগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রফিকুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনার বিবরণ দিয়ে রফিকুল আলম জানান, গত ৯ মে শেখপাড়া এলাকা থেকে রাজশাহী কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোসা: রোজিনা আফরোজের একটি ল্যাপটপসহ কিছু অফিসিয়াল কাগজপত্র হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তা না পেয়ে থানায় একটি হারানো জিডি করেন শিক্ষিকা।

পরবর্তীতে বোয়ালিয়া থানা পুলিশের টিম আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের তথ্য প্রযুক্তির সহায়তায় হারানো ল্যাপটপের সন্ধান পায়। এরপর ভোর সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে খরবোনা নদীর ধার এলাকায় অভিযান চালিয়ে হারিয়ে যাওয়া ল্যাপটপসহ অফিসিয়াল কাগজপত্রা উদ্ধার করা হয়।

কলেজ শিক্ষিকা রোজিনা আফরোজ হারানো ল্যাপটপসহ অফিসিয়াল কাগজপত্রাদি এত দ্রুত সময়ে ফেরত পেয়ে অত্যন্ত অনন্দিত। তিনি আরএমপির পুলিশ কমিশনার ও সাইবার ক্রাইম ইউনিটসহ বোয়ালিয়া থানা পুলিশকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায়: সিসা হোস্ট