স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর শাহমুখদুম থানার পবা পাড়া এলাকায় কারেন্টের চুলায় রান্না করতে গিয়ে চুলোর ওপর পড়ে মাবিয়া বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (৩ জুন) বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। মৃত মাবিয়া পবা পাড়া এলাকার মৃত মঞ্জুর মিস্ত্রির স্ত্রী।
পারিবারিক সূত্র জানায়, মাবিয়া বেগম আজ বেলা ১টার দিকে পরিবারের লোকজনের জন্য কারেন্টের চুলােয় রান্না করছিলেন। এসময় অসাবধানতা বসত চুলা থেকে কড়াই পড়ে যায়। তিনি পড়ে যাওয়া কড়াই তুলতে গেলে কারেন্টের চুলার উপর মুখ থুবড়ে পড়ে যান। এতে তিনি বিদ্যুায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে পরিবারের লোকজন জানতে পেরে মাবিয়াকে উদ্ধার করে।
Leave a Reply