স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বৃষ্টিতে গোসল করতে গিয়ে বজ্রপাতে সাহাবুল নামে রাজশাহী কলেজের সাবেক এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে মহানগরীর হেতমখাঁ এলাকায় এ ঘটনা ঘটে।
সাহাবুল মোহনপুর ভাতুড়িয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে এবং রাজশাহী কলেজ অর্থনীতি বিভাগের মাস্টার্স শেষ বর্ষের প্রাক্তন শিক্ষার্থী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সাহাবুল বিকেলে গোসল করতে হেতেমখাঁ এলাকার রাতের মায়া হোষ্টেলের ছাদে যান। সেখানে হঠাত বজ্রপাত ঘটলে তিনি গুরুতর আহত হন। পরে সহপাঠি ও স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বোয়ালিয়া মডেল থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, শিক্ষার্থীর মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারকে মরদেহ বুঝিয়ে দেয়া হবে।
Leave a Reply