দেশজুড়ে ডেস্ক: কুমিল্লায় টাকা ভাগাভাগি নিয়ে বাকবিতণ্ডার জেরে ছুরিকাঘাতে মো. ইজাজ (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২৫ জুন) রাত ৮টার দিকে নগরীর কান্দিরপাড় এলাকায় ফাইন্ড টাওয়ার শপিং সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। ইজাজ জেলার আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের মনিপুর গাবতলি এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন বিষয়টি নিশ্চিত করে স্থানীয়দের বরাতে জানান, ফাইন্ড টাওয়ার শপিং সেন্টারের সামনে টাকা ভাগাভাগি নিয়ে কয়েকজন যুবকের সঙ্গে ইজাজের ঝগড়া হয়। এ সময় কেউ একজন তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা ইজাজকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, এ ঘটনায় সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
Leave a Reply