1. admin@renesus.news : admin :
  2. Biddut@renesus.news : Biddut :
  3. renesus.news@gmail.com : renesus :
  4. info@renesus.news : shamaun :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৪:৫৮ পূর্বাহ্ন

অটোরিকশা-ভটভটি সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

রিপোটারের নাম :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ৮৩ বার পড়া হয়েছে
প্রতিকী ছবি

বগুড়া: সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ভটভটির সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই বোনের বাবা ও মা।

মঙ্গলবার (২৭ জুন) সকালে উপজেলার নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া মন্ডলপাড়ায় এ দুর্ঘটনা ঘটে৷

নিহতদের মধ্যে আশা মনি (৭) ও তার ছোট বোন খাদিজা (২)। দুর্ঘটনায় তাদের বাবা রাশেদ শেখ (২৭) ও মা জোৎস্না বেগম (২৫) গুরুতর আহত হয়েছেন। তারা বগুড়ার কাহালু উপজেলার বিবিরপুকুরের বাসিন্দা। এছাড়া দুর্ঘটনায় অটোরিকশাচালক আমিনুর ইসলাম তোতাও (৫৪) নিহত হয়েছেন। তিনি কাহালুর নারহট্ট এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।

সদর থানার পুলিশ জানায়, মঙ্গলবার সকালে কাহালু থেকে আসা বগুড়াগামী যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাছবোঝাই ভটভটির মুখোমুখি সংঘর্ষে অটোচালক ঘটনাস্থলেই নিহত হন। পরে একই পরিবারের চার সদস্যকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায়: সিসা হোস্ট