বিচিত্র ডেস্ক: চার চাকা গাড়ি, মোটরসাইকেল কিংবা সাইকেল। চাকা ছাড়া কি চালানো সম্ভব? প্রত্যেক গাড়িরই চলার জন্য চাকার প্রয়োজন। আপনি কি কখনও চাকাবিহীন সাইকেল দেখেছেন? আজ কাল বিজ্ঞানের অগ্রগতির মাধ্যমে অনন্য অসম্ভব কিছু সম্ভব করা যাচ্ছে।
সম্প্রতি একজন তৈরি করেছে আজব এই সাইকেল। যেখানে গতানুগতিক কোনো চাকা নেই। একেবারেই টায়ার বিহীন সাইকেল। চাকাবিহীন ওই সাইকেল তৈরির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
রিপোর্ট অনুসারে, সের্গেই গর্ডিয়েভ নামে এক ইঞ্জিনিয়ার এই সাইকেলটি বানিয়েছেন। তিনি এই সাইকেল তৈরির ভিডিও তার ইউটিউব চ্যানেলে পোস্ট করেছেন। সাইকেলের বিশেষত্ব হলো এই সাইকেলটিতে কোন চাকা নেই। কয়েকদিন আগে স্কোয়ার চাকার সাইকেল বানিয়ে বিখ্যাত হয়েছিলেন তিনি।-ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে
Leave a Reply