1. admin@renesus.news : admin :
  2. Biddut@renesus.news : Biddut :
  3. renesus.news@gmail.com : renesus :
  4. info@renesus.news : shamaun :
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন

এশিয়ান গেমসের দল ঘোষণা

রিপোটারের নাম :
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ১০৯ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: চীনের হাংজু এশিয়ান গেমসের ফুটবলে নারী ও পুরুষ উভয় দলই খেলবে। বাফুফে ১৩ জুলাই বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনকে ২২ জনের চূড়ান্ত তালিকা দিয়েছে। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ১৫ জুলাইয়ের মধ্যে সেই তালিকা গেমস কর্তৃপক্ষকে প্রেরণ করেছে।

বাংলাদেশ এবারের গেমসে ১৮ টি ডিসিপ্লিনে অংশ নেবে। সকল ডিসিপ্লিনের ফেডারেশনগুলো খেলোয়াড় তালিকা চূড়ান্ত করেছে। এর মধ্যে একমাত্র ফুটবল ফেডারেশনই তাদের তালিকা প্রকাশ করেছে। গতকাল জামালদের পর আজ সাবিনাদের দলের বিজ্ঞপ্তি দিয়েছে বাফুফে।

২২ সদস্যের চূড়ান্ত দলে তেমন কোনো চমক নেই। সাবিনা, কৃষ্ণা, সানজিদাদের মতো তারকা ফুটবলারদের সবাই রয়েছেন এই দলে। নেপাল প্রীতি সিরিজে অভিষেক হওয়া বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি ফুটবলার সুমাইয়া এশিয়ান গেমসের দলে রয়েছেন। বাংলাদেশ পুরুষ ফুটবল দল ১৯৭৮ সাল থেকে অংশগ্রহণ করলেও নারী ফুটবল দল এবারই প্রথম অংশগ্রহণ করছে।

বাংলাদেশ দল: রুপ্না চাকমা, সাথী বিশ্বাস, স্বর্ণা রানী মন্ডল, নিলুফা ইয়াসমিন নীলা, শিউলি আজিম, আনাই মোগিনী, শামসুন্নাহার (সিনিয়র), মাসুরা পারভীন, আফিদা খন্দকার, ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার (জুনিয়র), মার্জিয়া, স্বপ্না রানী, মনিকা চাকমা, সানজিদা আক্তার, কৃষ্ণা রানী সরকার, তহুরা খাতুন, শাহেদা আক্তার রিপা, সুরমা জান্নাত, সুমাইয়া মাতসুশিমা ও মারিয়া মান্ডা।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায়: সিসা হোস্ট