স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে আপন নাঈম (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে রাজপাড়া থানার নতুন বিলসিমলা টমটম চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেলচালক আপন মহানগরীর লক্ষ্মীপুরের ভাটাপাড়ার লাল মোহাম্মদের ছেলে।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল হক জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস টমটম চত্বর এলাকা দিয়ে শহরে ঢুকছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কের ওপর ছিটকে পড়ে আপন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা হবে।
Leave a Reply