স্পোর্টস ডেস্ক: নারী বিশ্বকাপ ফুটবলে জাম্বিয়ার বিপক্ষে ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে স্পেনের ফরোয়ার্ড জেনিফার হারমোসো ফুয়েন্তেসের। বুধবার নিউজিল্যান্ডের অকল্যান্ডের ইডেনপার্কে জেনিফার যখন মাঠে নামেন তখন স্পর্শ করেন ক্যারিয়ারের শততম আন্তর্জাতিক ম্যাচের মাইলফলক।
শততম ম্যাচটি তার জন্য আরো স্মরণীয় হয়ে যায় যখন তিনি ৭০ মিনিটে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি করেন। এটি ছিল তার ক্যারিয়ারের ৫০তম আন্তর্জাতিক গোল। স্পেনের প্রথম নারী হিসেবে তিনি জাতীয় দলের জার্সিতে করলেন ৫০ গোল।
কোস্টারিকাকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু করা স্পেনের মেয়েরা দ্বিতীয় ম্যাচে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে জাম্বিয়াকে। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে খেলাও নিশ্চিত করেছে তারা। ৩১ জুলাই জাপানের বিপক্ষে ড্র করলেই ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকাউট পর্বে খেলবে স্পেনের মেয়েরা।
জেনিফার হারমোসা ঘরোয়া লিগে দীর্ঘ সময় খেলেছেন বার্সেলোনা ও অ্যাথলেটিকো মাদ্রিদের জার্সিতে। খেলেছেন ফরাসি ক্লাব পিএসজিতেও। ২০১৯ সালে দ্বিতীয়বার বার্সেলোনায় যোগ দিয়ে ৬৮ ম্যাচ খেলে করেছিলেন ৭০ গোল। তারপর তিনি গত বছর নাম লেখান মেক্সিকোর ক্লাব পাচুকায়। এই ক্লাবের জার্সিতে ৩২ ম্যাচে ২৩ গোল করেছেন ৩৩ বছরের এই নাম্বার টেন।
Leave a Reply