স্পোর্টস ডেস্ক: বর্তমান ক্রিকেট তারকাদের মধ্যে অন্যতম জনপ্রিয় পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। বিরাট কোহলি, স্টিভেন স্মিথ, কেইন উইলিয়ামসন ও জো রুটদের চেয়ে পরে আন্তর্জাতিক ক্রিকেটে এসেছেন তিনি। কিন্তু সমমনা এসব ক্রিকেটারের সঙ্গেই বাবরের আলোচনা ও তুলনা চলে।
সম্প্রতি শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত দুটি টেস্টেই দাপুটে জয় পেয়েছে পাকিস্তান। কিন্তু সেখানে অনুজ্জ্বল সময়ের অন্যতম সেরা এই ব্যাটার। মূলত প্রবাথ জয়াসুরিয়া আক্রমণে এলেই বাবর খেই হারিয়ে ফেলেন! দুই টেস্টের তিন ইনিংসে ব্যাট করতে নেমেছিলেন বাবর। প্রতিবারই তিনি বাঁ-হাতি স্পিনার জয়সুরিয়ার শিকার হয়েছেন।
কেবল এই সিরিজেই নয়, সবমিলিয়ে দুজনের মুখোমুখি দেখা হয়েছে সাতবার। বিপরীতে বাবর ছয়বারই জয়সুরিয়ার ফাঁদে পড়েন। অবশ্য আরও এক বোলার পাকিস্তানি অধিনায়ককে এখন পর্যন্ত ছয়বার আউট করেছেন। তিনি হলেন অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজলউড।
লঙ্কান স্পিনারের বলে দুর্বলতার কথা বাবর নিজেও স্বীকার করেছেন, ‘সে যদি পুরো ম্যাচে ৫০ ওভার বোলিং করে, আমি কোনো এক পর্যায়ে (তার বিপক্ষে) ভুল করতে বাধ্য হই। শ্রীলঙ্কার সেরা বোলারদের একজন সে (জয়াসুরিয়া)। আমি সত্যিই তার বলে অনেকবার আউট হয়েছি, এটা নিয়ে কাজও করেছি। তবে গত ইনিংসে কিছু রানও করেছি আমি। তার বলে একমাত্র আমিই আউট হয়েছি (জয়াসুরিয়ার শিকার আবদুল্লাহ শফিকও)।’
তবে বাবর না পারলেও, স্বদেশি সতীর্থরা ঠিকঠাকই লঙ্কান বোলারদের মোকাবিলা করেছেন। সে বিষয়ে তিনি বলেন, ‘আমাদের ব্যাটসম্যানরা তার (জয়সুরিয়ার) বিপক্ষে বেশ ভালো খেলেছে এবং দাপট দেখিয়েছে। আমরা একটি দল হিসেবে জিতেছি। আমি যখন ব্যাটিংয়ে ধুঁকছি, অন্যরা এগিয়ে আসছে, অধিনায়ক হিসেবে যেটা আমার কাছে ইতিবাচক দিক।’
গলে অনুষ্ঠিত দ্বিতীয় ও শেষ টেস্টে আবদুল্লাহ শফিকের ডাবল সেঞ্চুরি ও আগা সালমানের সেঞ্চুরিতে ৫৭৬ রান করে পাকিস্তান। পরে নোমান আলির চমৎকার বোলিংয়ে শ্রীলঙ্কাকে তারা হারায় ইনিংস ও ২২২ রানে। ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করা বাবর করেন ৩৯ রান। সবমিলিয়ে সিরিজের তিন ইনিংসে ব্যাট করেও বাবর কোনো অর্ধশতকের দেখা পাননি।
Leave a Reply