1. admin@renesus.news : admin :
  2. Biddut@renesus.news : Biddut :
  3. renesus.news@gmail.com : renesus :
  4. info@renesus.news : shamaun :
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৫:১২ অপরাহ্ন

ফুটবলের মতো ক্রিকেটেও এবার লাল কার্ড!

রিপোটারের নাম :
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ৬৫ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: স্লো ওভার রেট তথা মন্থর গতির বোলিংয়ের বিরুদ্ধে অনেক আগে থেকেই সোচ্চার আইসিসি। এ কারণে স্লো ওভার রেটের শাস্তিও নির্ধারণ করেছে তারা। যা মেনে চলে আন্তর্জাতিক, ঘরোয়া প্রতিটি টুর্নামেন্ট এবং সিরিজে।

এবার এই মন্থর বোলিংয়ের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নেয়ার ঘোষণা দিলো ক্যারিবিয়ান লিগ (সিপিএল) কর্তৃপক্ষ। স্লো ওভার রেটের জন্য নতুন নিয়ম তৈরি করলো তারা। এ অপরাধে শুধু ৩০ গজ বৃত্তের মধ্যে অতিরিক্ত ফিল্ডার রাখতে হবে তাই নয়, ফুটবলের মতো একজন ফিল্ডারকে লাল কার্ডও দেখাবেন আম্পায়ার।

অর্থাৎ, শেষ ওভারে ১০ জন ফিল্ডার থাকবেন মাঠে। পুরুষ ও নারীদের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) আগামী মৌসুম থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে বলে জানা গেছে।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ডিরেক্টর মাইকেল হল বলেন, ‘আমরা খুব হতাশ যে, প্রতি বছর টি-টোয়েন্টিতে ম্যাচের দৈর্ঘ্য ক্রমেই বেড়ে চলেছে। আমরা এটা বদলাতে চাই। তাই নতুন নিয়ম এনেছি। আশা করছি কোনও দলকে শাস্তি দিতে হবে না। ক্রিকেটারেরা নিজেরাই শুধরে নেবে; কিন্তু যদি কোনও দল ভুল করে তা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আম্পায়ার।’

কী নিয়ম করা হয়েছে তা-ও জানিয়েছেন মাইকেল। যদি দেখা যায় ১৮তম ওভারের শুরুতে বোলিং দল সময়ের থেকে পিছনে চলছে তা হলে একজন অতিরিক্ত ফিল্ডারকে ৩০ গজ বৃত্তের ভিতরে থাকতে হবে। যদি ১৯তম ওভারের শুরুতেও বোলিং দল সময়ের পিছনে চলে তা হলে দু’জন অতিরিক্ত ফিল্ডারকে ৩০ গজ বৃত্তের ভিতরে থাকতে হবে। অর্থাৎ, বাউন্ডারিতে মাত্র তিন জন ফিল্ডার থাকবেন।

আর যদি ২০তম ওভারের আগেও বোলিং দল সময়ের পিছনে থাকে তা হলে একজন ফিল্ডারকে লাল কার্ড দেখানো হবে। অর্থাৎ, এক জনকে মাঠের বাইরে চলে যেতে হবে। কোন ফিল্ডার বাইরে যাবেন সেটা ঠিক করবেন বোলিং দলের অধিনায়ক। অর্থাৎ, শেষ ওভারে ৩০ গজ বৃত্তের ভিতরে ছ’জন ও বাইরে মাত্র দু’জন ফিল্ডার থাকবেন।

টি-টোয়েন্টি ম্যাচে একটি ইনিংস শেষ করার জন্য ৮৫ মিনিট করে সময় বরাদ্দ থাকে। এই হিসাবে বোলিং দলকে ৭২ মিনিট ১৫ সেকেন্ডের মধ্যে ১৭তম, ৭৬ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে ১৮তম, ৮০ মিনিট ৪৫ সেকেন্ডের মধ্যে ১৯তম ওভার শেষ করতে হবে। সময়ের মধ্যে ওভার শেষ হচ্ছে কি না সে দিকে কড়া নজর রাখা হবে বলে জানিয়েছেন মাইকেল। না হলেই শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

চলতি বছর ১৭ অগস্ট থেকে শুরু ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের পুরুষদের প্রতিযোগিতা। ১ সেপ্টেম্বর থেকে শুরু নারীদের প্রতিযোগিতা।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায়: সিসা হোস্ট