মান্দা প্রতিনিধি: নওগাঁর মান্দায় প্রেমিক-প্রেমিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ আগস্ট) সকালে উপজেলার কাশোঁপাড়া ইউনিয়নের তুলসীরামপুর গ্রামের ধানক্ষেত থেকে তাদের লাশ করা হয়।
প্রেমিক যুগল উপজেলার তুলসীরামপুর গ্রামের আব্দুল করিমের ছেলে আরিফুল ইসলাম (২০) ও হাফিজুর রহমানের মেয়ে জুলিয়া আক্তার জনি (১৬)।
পুলিশ ও পরিবার সুত্রে জানা গেছে, তারা রবিবার দিবাগত রাতে পরিবারের অজান্তে বাড়ির বাহিরে যায়। পরে খোঁজা-খুঁজি করে তাদের সন্ধান পাওয়া যায়নি। সোমবার সকালে স্থানীয়রা তাদের লাশ দেখে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মল হক কাজী বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply