স্টাফ রিপোর্টার: রাজশাহীতে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে ‘নতুন প্রজন্মের চেতনায়-ভাবনায় শহীদ নূর হোসেন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০) সন্ধ্যায় নগরীর লক্ষ্মীপুর মোড়ে বঙ্গবন্ধু কর্ণার লক্ষ্মীপুর আয়োজনে সভা অনুষ্ঠিত হয়।
রাজশাহী মহানগর ছাত্রলীেগের সাবেক সভাপতি মোঃ শফিকুজ্জামান শফিকের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন নব্বয়ের আন্দোলনের কর্মী, রাজশাহী কলেজ সংসদের সাবেক ভিপি এবং রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাবু।
এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা মোঃ শরিফুল ইসলাম, রাজশাহী জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ছাত্রলীগ নেতা মো. সামাউন ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা মো. জিয়াউর রহমান, মুরাদ আলী পলাশসহ আরও অনেকে।
সভা সঞ্চালনা করেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফজলে রাব্বি বাদশা।
উল্লেখ্য, ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন স্বৈরশাসকের বিরুদ্ধে রাজধানী ঢাকার রাজপথে গণতান্ত্রিক আন্দোলনের মিছিলে গুলিবিদ্ধ হয়ে মারা যান নূর হোসেন। বুকে-পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক’ ও ‘স্বৈরাচার নিপাত যাক’ স্লোগান ধারণ করে এই দিন মিছিলের অগ্রভাগে ছিলেন তিনি।
দিবসটি উপলক্ষে নূর হোসেনের সংগঠন যুবলীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে।
Leave a Reply