স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে জেলা যুবলীগের সাবেক নেতাকর্মী। এ উপলক্ষে শনিবার (১১ নভেম্বর) সকালে জেলা যুবলীগের কার্যালয়ের সামনে লক্ষ্মীপুর মোড়ে বঙ্গবন্ধুর আবক্ষ ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এছাড়া এদিন সকাল ৭টায় জেলা যুবলীগের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষন বাঁজানো হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতস্থিত ছিলেন
রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।
এসময় তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে দেশের যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষে যুবলীগ প্রতিষ্ঠা লগ্ন থেকেই সেই লক্ষ্যকে সামনে নিয়ে অগ্রসর হচ্ছে। প্রতিটি আন্দোলন, সভা-সমাবেশে যুবলীগ ভ্যানগার্ডের মতো কাজ করে৷ বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে উন্নয়নের মহাসড়কে। আরো এগিয়ে যাবে।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি আলমগীর মোর্শেদ রঞ্জু, আরিফুল ইসলাম রাজা, মাহমুদ হাসান ফয়সাল সজল, সাবেক সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন মিলন, সামাউন ইসলাম, শিল্প ও বানিজ্য সম্পাদক সেলিম শেখ, জনশক্তি ও কর্মস্থান সম্পাদক নাজমুল আলম, উপ-দপ্তর সম্পাদক নয়ন আক্তার, সহ-সম্পাদক আবুল কাশেম, নির্বাহী সদস্য মুক্তার হোসের, সাইদুর রহমান, মাসুদ রানা পিন্টু, গোদাগাড়ি উপজেলা যুবলীগের সহ-সভাপতি স্বপন ইসলাম, পবা উপজেলা যুবলীগের তথ্য ও প্রযুক্তি সম্পাদক রেজাউল ইসলাম, সদস্য খাজা ইসলাম, কাঠাখালি পৌর যুবলীগের যুগ্ন-আহবায়ক নাসির উদ্দিন, ইসরাফিল আওয়াল, যুবলীগ নেতা মজিবুল হক মুন্টু, হাসিবুল ইসলাম পলাশ, সাবেক ছাত্রনেতা রওশানুল আলম তুষার,আব্দুল হালিম সোহেলসহ আরো অনেকে।
Leave a Reply