1. admin@renesus.news : admin :
  2. Biddut@renesus.news : Biddut :
  3. renesus.news@gmail.com : renesus :
  4. info@renesus.news : shamaun :
বুধবার, ০৭ মে ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন

অপারেশন থিয়েটারে রোগীকে ডাক্তারের ঘুষি

রিপোটারের নাম :
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৫৬ বার পড়া হয়েছে

বিচিত্র ডেস্ক: অপারেশন চলাকালীন রোগীকে ঘুষি মারার অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে। এ অভিযোগের পর কর্তৃপক্ষ ঘটনা তদন্তে নেমেছে। চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় শহর গুইগাংয়ের একটি হাসপাতালে এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

এদিকে, এ ঘটনার পর ওই চিকিৎসককে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত করা হয়েছে হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তাকেও (সিইও)। যদিও ঘটনাটি ঘটেছে ২০১৯ সালে।

এ ঘটনায় বিবিসি এয়ার চায়নার মন্তব্যের জন্য যোগাযোগ করলে তাতে সাড়া দেয়নি। ওই ভিডিওতে দেখা যায়, রোগীর চোখে অপারেশন করার সময় ডাক্তার রোগীর মাথায় ঘুষি মারেন। ওই ডাক্তার রোগীর সঙ্গে তিনবার এমন ঘটনা ঘটান।

জানা গেছে, হাসপাতালটিতে শুধু চোখের চিকিৎসা করা হয়। এ ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে, ৮২ বছর বয়সী ওই নারীকে স্থানীয় অ্যানেস্থেসিয়া দেওয়া হয়। কিন্তু তাকে ঠিক মতো কাজ করেনি। ফলে অপারেশনের সময় সে বার বার মাথা এবং চোখ ঘুরাতে থাকেন।

ওই নারী স্থানীয় ভাষা ছাড়া অন্য কোনো ভাষা জানতেন না। ফলে ডাক্তার কথা বলার সময় তিনি তাতে কোনো সাড়া দেননি। তার অবস্থা গুরুতর থাকায় ওই ডাক্তার দ্রুত অপারেশন করেছিলেন। স্থানীয় কর্তৃপক্ষ জানায় ওই নারীর কপালে আঘাতের চিহ্ন রয়েছে।

ওই নারীর ছেলে স্থানীয় মিডিয়ায় এ ঘটনা প্রকাশের পর পুরো চীন জুড়ে তোলপাড় শুরু হয়। শেষে ওই ডাক্তারকে বরখাস্তসহ ৫০০ ইউয়ান জরিমানা করে হাসপাতাল কর্তৃপক্ষ। ওই নারীর ছেলে জানায়, তার মা বাম চোখে দেখতে পান না। ডাক্তার আঘাতের কারণে এমনটা হয়েছে কিনা তা জানা যায়নি।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায়: সিসা হোস্ট