স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘায় কাঠচাপায় মাজেদুল ইসলাম (৪৫) নামে এক অটোচালক নিহত হয়েছেন। শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে আড়ানী পৌরসভার রুস্তমপুর গরু হাটের পশ্চিমে এ ঘটনা ঘটে।
মাজেদুল ইসলাম বাঘা ইউনিয়নের জোতজয়রাম গ্রামের মৃত আবদুল জলিল মোল্লার ছেলে।
জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে আড়ানী পৌরসভার রুস্তমপুর গরু হাটের পশ্চিমে গাড়িতে কাঠ বোঝায় করে নিজ এলাকায় যাচ্ছিলেন। মূল রাস্তায় উঠতে গিয়ে গাড়ি থেকে কাঠ ধসে চাপা পড়ে ঘটনান্থলে নিহত হন। পরে লাশ নিজ বাড়িতে নিয়ে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।
বাঘা থানার তদন্ত ওসি সবুজ রানা বলেন, এ বিষয়ে কেউ আমাদের অবগত করেনি।
নিউজনাউ/এমবি/২০২৩
Leave a Reply