স্টাফ রিপোর্টার: পবা-মোহনপুরের মানুষের ভালোবাসায় সিক্ত হলেন রাজশাহী-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদ। সোমবার (৮ জানুয়ারি) বিকেলে আসাদুজ্জামান মোহনপুর ও পবায় এলাকায় গেলে অভিনন্দন জানাতে স্থানীয়দের ঢল নামে।
বিভিন্ন বয়সী মানুষ তাকে অভিনন্দন জানাতে আসেন।
এ সময় আসাদুজ্জামান নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, পবা-মোহনপুরবাসী আমাকে সর্বোচ্চ ভোট দিয়ে বিজয়ী করেছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এই বিজয় শুধু কোন একজনের বিজয় নয়। এই বিজয় পবা-মোহনপুরের সকলের জয়। এই বিজয় শেখ হাসিনার বিজয়। আমি আপনাদের ভাই। যেকোন সমস্যা হলে আমাকে জানাবেন। আমার কাছে সবাই সমান। আপনারা আপনাদের প্রত্যাশা নিয়ে আমার কাছে আসবেন। আমার সুযোগ থাকলে আমি সেটি পুরণ করবো।
নির্বাচনে বিজয়ের পর সোমবার বিকেলে মোহনপুরে যান নব নির্বাচিত সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ। তার আগমনের খবর পেয়ে অগনিত নারী পুরুষ তার সাথে দেখা করতে যান। ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি। সাধারণ মানুষ আসাদুজ্জামানকে মুভেচ্ছা জানিয়ে বিপদে আপদে পাশে পাবার প্রত্যাশার কথা বলেন।
Leave a Reply