স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আহসানুল হক পিন্টুর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অুনষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেলে কুমারপাড়ার দলীয় কার্যালয় প্রাঙ্গনে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাজশাহীর উলামা কল্যান পরিষদের সভাপতি ও সাহেব বাজার বড় মসজিদের ইমাম মাওলানা আব্দুল গণি।
Leave a Reply