স্টাফ রিপোর্টার, পুঠিয়া: জেলার পুঠিয়ায় যাত্রীবাহী বাসের চাপায় আরিফ (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ৩টার দিকে বিড়ালদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফ উপজেলার হাতিনাদা চকপাড়া গ্রামের মো. আক্কাস আলীর ছেলে।
স্থানীয়রা জানান, বিকেল ৩টার দিকে আরিফ কীটনাশক জেনারেল কোম্পানির কাজ শেষে বাড়িতে যাওয়ার সময় রাজশাহীগামী বাসের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই নিহত হন। এসময় বাসের ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়।
এ ব্যাপারে পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোফাক্কারুল ইসলাম বলেন, নিহত আরিফকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply