1. admin@renesus.news : admin :
  2. Biddut@renesus.news : Biddut :
  3. renesus.news@gmail.com : renesus :
  4. info@renesus.news : shamaun :
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ১০:০৮ অপরাহ্ন

কিণ্ডারগার্টেন এণ্ড প্রিক্যাডেট স্কুল সোসাইটির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রিপোটারের নাম :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: নর্থবেঙ্গল কিণ্ডারগার্টেন এণ্ড প্রিক্যাডেট স্কুল সোসাইটি মহানগরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার নগরের ভদ্রা রাজশাহী রেলওয়ে মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক সোনালী সংবাদের সম্পাদক ও বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির সভাপতি মো: লিয়াকত আলী।

এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, প্রত্যেক শিক্ষাথীকে লেখা-পড়ার পাশাপশি খেলা-ধুলায় মনোযোগী হতে হবে। দেহ-মনকে সুস্থ রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। খেলা-ধুলার মাধ্যমে দেশ ও জাতিকে বিশ্ব দরবারে যত সহজে তুলে ধরা যায় অন্য কোন পন্থায় তা সম্ভব নয়। তাই লেখা-পড়ার পাশাপাশি খেলাধুলার অনুশীলন চালিয়ে চালিয়ে যেতে হবে। তিনি এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজকদের ধন্যবাদ জানান।

নর্থ বেঙ্গল কিণ্ডার গার্টেন এণ্ড প্রিক্যাডেট স্কুল সোসাইটির রাজশাহী বিভাগের সভাপতি গোলাম সারওয়ার স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মো: লিয়াকত আলীসহ অন্যান্য অতিথিবৃন্দ।

প্রতিযোগিতায় ৬ থানার প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। প্রতিযোগিতায় বোয়ালিয়া, রাজপাড়া, মতিহার, শাহমখদুম ও চন্দ্রিমা থানার প্রতিযোগীরা অংশগ্রহণ করে। আগামী ৯ মার্চ বিভাগীয় পর্যায়ের বিজয়দের নিয়ে অনুষ্ঠিত হবে বিভাগীয় পর্যায়ের ক্রিড়া প্রতিযোগিতা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর এনবিকেপিএসএসের সিনিয়র সহসভাপতি গোলাম কিবরিয়া, নর্থ বেঙ্গল কিণ্ডার গার্টেন এন্ড প্রিক্যাডেট স্কুল সোসাইটির রাজশাহী মহানগর সচিব ফারুক হোসেন প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায়: সিসা হোস্ট