আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুপার টুয়েসডে জয়ের পর রিপাবলিকান প্রেসিডেন্ট পদে মনোনয়নের দৌড় থেকে সরে দাঁড়ালেন নিকি হ্যালি। প্রাইমারি থেকে তিনি সরে দাঁড়ানোয় আগামী প্রেসিডেন্ট নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। খবর দ্য ওয়াল স্ট্রিট জার্নালের।
বুধবার (৬ মার্চ) এক প্রতিবেদনে জানানো হয়, প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন নিকি। যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের জো বাইডেনের সাথে রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি স্পষ্ট হওয়ার পরই তিনি সরে দাঁড়ালেন।
এ বিষয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিকির পরিকল্পনা সম্পর্কে জানাবেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
যদিও ভারতীয়-আমেরিকান প্রার্থী তার আজকের ভাষণে সমর্থন জানাবেন বলে আশা করা যাচ্ছে না, তবে প্রতিবেদনে জানানো হয়েছে তিনি ডোনাল্ড ট্রাম্পকে সক্রিয়ভাবে রিপাবলিকান এবং স্বাধীন ভোটারদের সমর্থন চাইতে অনুরোধ করতে পারেন যারা আগে তাকে সমর্থন করেছিলেন।
এর আগে প্রার্থী বাছাইপর্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচনা করা হয় ‘সুপার টুয়েসডে’কে। স্থানীয় সময় মঙ্গলবার (৫ মার্চ) সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত বিরামহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের ১৫টি অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির ও ১৪টি অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটদের প্রার্থী বাছাইয়ের ভোট অনুষ্ঠিত হয়।
ডেমোক্রেটিক পার্টির বাছাইপর্বে ১৪টির অঙ্গরাজ্যের মধ্যে ১৩টিতেই জয়ের আভাস পেয়েছেন জো বাইডেন। এর আগে তিনি আইওয়া ককাসেও জয়ী হয়েছেন।
অন্যদিকে রিপাবলিকান পার্টির বাছাইপর্বে ১৫টি অঙ্গরাজ্যের মধ্যে ১০টিতে ডোনাল্ড ট্রাম্প জয় পেয়েছেন বলে আভাস দেয়া হয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের বুথফেরত জরিপে। যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে।
Leave a Reply